ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে পহেলা বৈশাখ উদযাপন 

ইসমাইল হোসেন স্বপন, গেস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
ইতালিতে পহেলা বৈশাখ উদযাপন 

ইতালি থেকে: ইতালির ভিসেন্সা প্রভিন্সের থিয়েনে শহরে  বাংলার নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।  

থিয়েনে বসবাসরত তরুণরা এ উৎসব আয়োজন করে।

প্রবাসের মাটিতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও উৎসবের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।  

উৎসবের প্রধান আকর্ষণ ছিল পান্তাভাত, ইলিশ ও প্রবাসী নারীদের বানানো নানা রকম ভর্তা ও পিঠা।  

এ সময় অতিথিদের মধ্যে কাজী আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন, রুহুল আমিন মান্না, সোহেল পাটোয়ারী, মশিউর রহমান সুমন, ইব্রাহিম ইবু, হাসান আহমেদ, কবির হোসেন, সাক্ষাৎকারে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান সরকার, হেলাল উদ্দিন, শাহাদাত হোসেন, মতিউর রহমান, এমদাদ বেপারী ,সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির, রাশেদ ভূঁইয়া, রাহেল, সোহেল রানা, ইমরান শুক্কুর আলম, ইকবাল হোসেন, আব্দুল কাহার, সাকিব, আমির, মহিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।