ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালিতে সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশনের ইফতার 

ইসমাইল হোসেন স্বপন, গেস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
ইতালিতে সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশনের ইফতার 

ইতালি থেকে: ইতালিতে সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৩১ মার্চ) ইতালির একটি রেস্টুরেন্টে এ  ইফতার ও দোয়া মাহফিল হয়।

 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফরহাদ আহমদ বাবর। সংগঠনের সভাপতি ছালেখ আহমদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হাসনাত খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক মো. আফিল উদ্দিন আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাওলাদার, মান্না, আলী উসমান, বিপুল দাস, ময়না মিয়া, গিয়াস মিয়া, মুমিন মিয়া, জামাল উদ্দিন, জামাল উদ্দিনসহ (২) অনেকে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাটকা কোম্পানির চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী। এছাড়াও সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশনের ইফতারে উপস্থিত ছিলেন  হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, জমির উদ্দিন ও মস্তোফা।

সিলেট ডায়নামিক অ্যাসোসিয়েশনের ভিচেন্সার উপদেষ্টা  আলিম উদ্দিন মাসুম আহমদ, এমাদ উদ্দিন মামুন খান মাহবুব রহমান, সংগঠনের সহ-সভাপতি মাসুক মিয়া, বদরুল ইসলাম, সুহেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাত খান, অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, যুগ্ম সাংগঠনিক পলিট আলিম, মঞ্জু, মান্না, তানজিদ ফখর জাবেদসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।  

অন্যান্যদের মধ্যে সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লেবাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।