ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে সরকার ভয় পায়: আফরোজা আব্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
খালেদা জিয়াকে সরকার ভয় পায়: আফরোজা আব্বাস

লক্ষ্মীপুর: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আজ খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার একমাত্র কারণ, তাকে সরকার ভয় পায়।

খালেদা জিয়া মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না।

তিনি বলেন, দেশে এখন আইনের শাসন নেই। মা-বোনদের নিরাপত্তা নেই। নারীদের শালীনতা হানি করা হচ্ছে।

বুধবার (১২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুরে মহিলা দলের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু এবং যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ অনেকে।


বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।