ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল 

বরিশাল: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।  

সোমবার (০২ ডিসেম্বর) নগরের সদররোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতারা।

এরপর তারা সেখান থেকে নগরে একটি আনন্দ মিছিল বের করেন।  

এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্যে দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।  

এ সময় উপস্থিত আরও ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, সদস্য আ ফ ম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু।  

সভায় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং খুন-গুমের ঘটনা ঘটিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তাই জনসাধারণের সব অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।  

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। পাশাপাশি এ কর্মসূচিতে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।  

অপরদিকে রায় ঘোষণার পর আগৈলঝাড়া উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।  

পরে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, জেলা উত্তর যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল আহ্বায়ক শোভন রহমান মনির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েল প্রমুখ।  

পরে বিভিন্ন শ্রেণির লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।  

এছাড়া বিকেলে বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে মৎস্যজীবী দল বরিশাল জেলা দক্ষিণের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।