ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
মহিলা দলের বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন ...

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের বরগুনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিমা জামানকে সভাপতি এবং অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল বরগুনা জেলা শাখার ১৫৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং অ্যাডভোকেট ইসমত আরা সুলতানাকে সভাপতি এবং শামীমা বশির স্মৃতিকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেন।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ