ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পত্নীতলায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
পত্নীতলায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে আগুন

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নে ভোটের দিন সহিংসতা ও পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় আটক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারহানা পারভীনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (০৭ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 ফারহানার বাড়ি পত্নীতলার  কমলাবাড়ী এলাকায়। গাড়ি পোড়ানোর মামলায় স্বামীসহ তাদের পরিবারের চারজন কারাগারে আছেন।

স্থানীয়রা জানান, দিনগত রাতে কে বা কারা এ আগুন লাগিয়েছে।

এদিকে খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ