ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতার বাড়ি থেকে ছিনতাইকৃত বাইক উদ্ধার, গ্রেফতার ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আ.লীগ নেতার বাড়ি থেকে ছিনতাইকৃত বাইক উদ্ধার, গ্রেফতার ১

সাভার, (ঢাকা): সাভার উপজেলার আশুলিয়া থানার এক আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই নেতার গাড়িচালক শাহিনকে গ্রেফতার করা হয়।



বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৭ জানুয়ারি দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতির বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাহিন ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও এখন আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটির সদস্য মোশারফ হোসেন মুসা প্রাইভেটকারচালক। তিনি মুসার বাড়িতেই থাকতো ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি হলো ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নেওয়াজ জানান, গত ১৬ জানুয়ারি রাত ২টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকার ভাদামের বকরালে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাকে ১৭ তারিখ গ্রেফতার করা হয়। এর মধ্যে একজনকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী নেতার বাসা থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার করে নিয়ে আসা হয়। একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়ক মহাসড়কে ছিনতাইসহ ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (ওসি) শাহ আলম বাংলানিউজকে বলেন, আটক শাহিনরা একটি ভয়াবহ সঙ্গবদ্ধ চক্র। এরা রাতে রাজধানীসহ পার্শ্ববর্তী থানাগুলোর বিভিন্ন সড়ক-মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে ওৎপেতে থাকে। এছাড়া ডাকাতির উদ্দেশ্যে চলন্ত মোটরসাইকেল আরোহীদের আঘাত করে লুটসহ মোটরসাইকেল নিয়ে যায়। এতে অনেক ক্ষেত্রে মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর ঘটনাও ঘটে।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের আশুলিয়া থানা কমিটির সদস্য মোশারফ হোসেন মুসা বাংলানিউজকে বলেন, তিনি আমার ড্রাইভার। রাতে আমার বাড়িতে পুলিশ আসে ও তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে। আমি গাড়ি বা সে যে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত সেটা আমি জানি না।

বিষয়টি নিয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, বিষয়টি আমি জানি না। তবে আপনি আসেন আপনার সঙ্গে সামনা-সামনি কথা বলবো।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।