ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা সব ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন: নানক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
শেখ হাসিনা সব ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন: নানক স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তিনি সব ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আমরা যখন গণতন্ত্র চর্চা করতে বিজয় দিবস পালন করছি তখন বিএনপি-জামায়াত, রাজাকারের অনুসারীরা দেশের গণতন্ত্রকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত।

তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শেখ হাসিনা সব ষড়যন্ত্র প্রতিহত করতে জানেন।

বুধবার (৩০ ডিসেম্বর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

করোনাকালে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রমের প্রশংসা করে যুবলীগের সাবেক চেয়ারম্যান নানক বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব প্রতিতূল পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে ছিলেন। মহমারি করোনার কারণে দেশে যখন লকডাউন পড়ে, শেখ হাসিনা নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতারা অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, আজকে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি আমরা। হত্যাকারীদের সব ষড়যন্ত্র আমরা এই বাংলার মাটিতে প্রতিহত করব। কোনো অপশক্তি এই গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। সভায় আরও উপস্থিতি ছিলেন, সংগঠনের সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।