ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়া সম্ভব নয়: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়া সম্ভব নয়: মান্না

ঢাকা: বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এ আলোচনা সভার আয়োজন করে অধ্যাপক কে. আলী ফাউন্ডেশন।

আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খল পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে, ভারতে আশ্রয় নিলেও ছাড় পাবে না। দমন-পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার চেয়ে কম মানুষকে হত্যা করেননি।

ইসকন প্রসঙ্গে তিনি বলেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটির অনুমোদনই নেই, সেটিকে আবার নিষিদ্ধ করার কী আছে?

অধ্যাপক শেখ আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর আবুল লতিফ মাসুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।