ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: তোফায়েল

ভোলা: সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ৭১র’ পাকিস্তানি পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) ভোলা শহরের ভাসানী মঙ্গে জেলা আওয়ামী লীগের বিজয় দিবস সমাবেশে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, দেশের মানুষ আজ ঐক্যবব্ধ। ১৯৭১ সালে যারা এদেশের স্বাধীনতা অর্জনে বিরোধিতা করেছিল। তারা আজ আবার বাংলাদেশের বিরোধিতা করছে।

ভোলা জেলার আওয়ামী লীগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়। সকল অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ