ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে বিএনপির দুই নেতা রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
না’গঞ্জে বিএনপির দুই নেতা রিমান্ডে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলাসহ নাশকতা মামলায় গ্রেফতারকৃত জেলা বিএনপির সেক্রেটারি মামুন মাহমুদ ও মহানগর কমিটির সেক্রেটারি এ টি এম কামালের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ সাতদিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠায়।

১৬ ডিসেম্বর (সোমবার) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সেদিন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন কাজল ও সকালে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় নূর এলাহী সোহাগ ওরফে রাকিব, স্বপন মিয়া, কামরুল হাসান ও মামুনকে।

এর আগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।