বরগুনা: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী বরগুনার তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বরগুনার তিন শহীদের স্বজনদের হাতে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা তুলে দেওয়া হয়।
জামায়াতের বরগুনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আসাদুজ্জামান মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা মো. আফজালুর রহমান, পৌর আমির মাওলানা আবদুল জলিল, সদর উপজেলা আমির মাওলানা মো. নুরুল আমিন, তালতলী উপজেলা আমির মাওলানা মো. শাহ্ জালাল, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেন ও শিবিরের জেলা সভাপতি আবদুল্লাহ্ মো. সুমন।
তিনজন শহীদ হলেন মো. বাবুল মিয়া, জাকির তবক ও মো. সিরাজুল ইসলাম।
জামায়াতে ইসলামী দেশব্যাপী প্রতিটি শহীদ পরিবারকে ধারাবাহিকভাবে অনুদান দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
এসআই