খুলনা: দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় খুলনার সার্কিট হাউজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমানউল্লাহ আমান।
সম্মেলন শেষে বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকটে শফিকুল আলম মনা সভাপতি এবং শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাউন্সিলর অধিবেশনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
কাউন্সিলে সভাপতি পদে অ্যাডভোকটে শফিকুল আলম মনা ২৯৯ ভোট, তরিকুল ইসলাম জহির ১৮৯ ভোট এবং সাহাজি কামাল টিপু ৩ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।
সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন ২৮৮ ভোট, নাজমুল হুদা চৌধুরী সাগর ২০৩ ভোট এবং কাজী মাহমুদ আলী ২ ভোট পেয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে।
বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী ৩৭০ ভোট, মাসুস পারভেজ বাবু ২৬০ ভোট ও হাসানুর রশিদ মিরাজ ২৫৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু সভাপতি এবং খুলনার সাবেক মেয়র মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছরের ওই কমিটির কার্যক্রম শেষ হয় ২০২১ সালে। ২০২১ সালের ৯ ডিসেম্বর শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমআরএম