ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদারে স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
খালেদারে স্বাস্থ্য নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিএনপির কারান্তরীন চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়ার চিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অন্তরীণ ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা।

ইতোমধ্যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কর্তৃপক্ষ তাকে এ কারণে ১ এপ্রিল সরকারি হাসপাতালে নিয়েছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

জাতিসংঘের নিয়মানুযায়ী খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।