ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাখাওয়াতের রিমান্ড নামঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সাখাওয়াতের রিমান্ড নামঞ্জুর, জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত জেল গেটে ২০ ও ২১ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে বুধবার দিনগত রাতে শহরের খানপুর এলাকার বাসা থেকে সাখাওয়াত হোসেন খানকে আটক করে পুলিশ। পরে ২০১৮ সালের মে মাসের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বুধবার সকালে বিজয় দিবসে বিএনপি ও অঙ্গ সংগঠনের র‌্যালিতে বাধা দেওয়া নিয়ে পুলিশকে লাঞ্ছিত করার মামলায় বিএনপির অন্য নেতাদের সঙ্গে তিনিও হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পান। তবে পুলিশ বলছে, বিগত মে মাসের একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।