ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. এমাজউদ্দীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. এমাজউদ্দীন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ৮৭তম জন্মদিন রোববার (১৫ ডিসেম্বর)। এ উপলক্ষে রাজধানীর কাঁটাবনে তার বাসায় শুভেচ্ছা জানাতে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরা। জন্মদিনে বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ড. এমাজউদ্দীন আহমদ।

বরেণ্য এ রাষ্ট্র বিজ্ঞানীর জন্মদিন উদযাপন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা ফোরাম।  

সংগঠনের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা খন্দকার আকবর হোসেন বাবলু, স্বাধীনতা ফোরামের ইশতিয়াক আহমেদ বাবুল, ফারুকুল ইসলাম, হাফিজ ইকরামুল্লাহ, জহির উদ্দিন বাবর, সুমন হোসেন, কামরুল ইসলাম, কাজী মনিরুজ্জামান, ইসমাইল তালুকদার খোকন, মিয়া মো. আনোয়ার প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বর্তমানে সংসদীয় ব্যবস্থার সরকার যিনি প্রণয়ন করেছেন সেই নেত্রী খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় কারাগারে বন্দি। অথচ দেশে অনাচার, দুর্নীতির দিকে সরকারের কোনো নজর নেই। সব নজর কেবল খালেদা জিয়ার দিকে।

ড. মাহবুব উল্লাহ বলেন, দেশের সার্বভৌমত্ব সংকট চরম আকার ধারণ করেছে। আমাদের দেশ নিয়ে বিদেশের পার্লামেন্টে আলোচনা করা হয়। যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অথচ এর বিরুদ্ধে আমরা ন্যূনতম প্রতিবাদ বা কথা বলতে পারছি না। যা বেদনাদায়ক। স্বাধীন জাতি ও রাষ্ট্রের নাগরিক হিসেবে বেঁচে থাকায় কষ্টকর। যখন রাষ্ট্রের বিষয় সামনে আসে তখন সবারই উচিত দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।

এমাজউদ্দীন আহমদ বলেন, আজকে স্বাধীনতার আনন্দ নেই। দম বন্ধ পরিস্থিতি। কেমন যেন অস্বাভাবিক পরিস্থিতি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্তের বিনিময়ে অর্জিত। পার্শ্ববর্তী কোনো দেশের এ অর্জন নেই।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।