ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যলয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল।

পুলিশের বাধা অতিক্রম করে নগরের সদররোড হয়ে মিছিলটি কাকলীর মোড় দিয়ে স্টিমার ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যলয়ের সামনে মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মিজানুর রহমান পলাশ প্রমুখ।  

অপরদিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিনের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে এক বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি দক্ষিণ চক বাজার, গীর্জামহল্লা ও সদররোড হয়ে বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, মামুন রেজা খান, মো. জাহিদ হোসেন প্রমুখ।

এদিকে মহানগর স্বেচ্ছাসেবকদল নগরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা দলীয় কার্যালয় সংলগ্ন সড়কের বাহিরে যেতে পারেনি।  

পরে তারা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।  

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, নুরুল মোমেন পোটন, তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।