ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, রাজপথে থাকার শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ, রাজপথে থাকার শপথ

নারায়ণগঞ্জ: কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরের ডিআইটি থেকে পলি ক্লিনিক পর্যন্ত মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে নেতাকর্মীরা খালেদা জিয়াকে মুক্তির জন্য যেকোনো মূল্যে রাজপথে থাকার শপথ করেন।

একই সঙ্গে সরকার পতনের জন্যও তারা রাজপথে থাকবেন বলে ঘোষণা দেন।

নারায়ণগঞ্জ যুবদলের সভাপতি খোরশেদ জানান, সব দিক বিবেচনায় আইনের সঠিক ধারায় কারাগারে বন্দি অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পান। কিন্তু অদৃশ্য চাপে তাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় যেকোনো অবস্থার জন্য সরকার দায়ী থাকবে।

এর আগে সকালে নগরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।