ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ শনিবার

ঢাকা: কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৪ ডিসেম্বর (শনিবার) যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মহানরগরসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

কেন্দ্র ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠন দু’টির কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম ও যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন এতথ্য নিশ্চিত করেছেন।


 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।