ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জাকের পার্টিতে নারী নেতৃত্ব ৩৩.৩৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
জাকের পার্টিতে নারী নেতৃত্ব ৩৩.৩৩ শতাংশ

ঢাকা: কেন্দ্রীয় কমিটির বাইরে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারী নেতৃত্বের শতকরা হার প্রায় ৩৩.৩৩ শতাংশ। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ধর্মভিত্তিক এ দলটি।

বুধবার (১১ ডিসেম্বর) জাকের পার্টির কেন্দ্রীয় দলের একটি প্রতিনিধি দল ইসির যুগ্ম সচিব আবদুল হালিমের কাছে এ প্রতিবেদন জমা দেন। জেলা ও মহানগর মিলিয়ে ৪৪টি এবং থানা ও উপজেলা মিলিয়ে ২১১টি কমিটি জমা দেওয়া হয়।

এতে বলা হয়, বিভিন্ন পর্যায়ের এসব কমিটিতে নারী নেতাকর্মীর সংখ্যা প্রায় ৩৩ দশমিক ৩৩ শতাংশ।  

দলটির প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আ ন ম মনিরুজ্জামান, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক শামীম হায়দার ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন জামাল।  

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ