ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ-আহত-গুম হওয়া সবার অবদান মনে রাখতে হবে: ডা. জাহিদ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
শহীদ-আহত-গুম হওয়া সবার অবদান মনে রাখতে হবে: ডা. জাহিদ

মৌলভীবাজার: জাতির জন্য অভ্যুত্থানে শহীদ ও আহত হওয়া এবং আওয়ামী লীগের আমলে গুম ও নিখোঁজ হওয়া সবার অবদান মনে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জাহিদ হোসেন বলেন, আপনাদের মৌলভীবাজারের কপাল ভালো একজনও শহীদ হয়নি। কিন্তু হবিগঞ্জে দেখেন, একদিনে কতজন মারা গেছে। তারপর সিলেট দেখেন। সারা বাংলাদেশ বিএনপির ৪২২ জন নেতা-কর্মী মারা গেছেন জুলাই-আগস্টে মাসে। হাজার হাজার নেতা-কর্মী মারা গেছেন গত সাড়ে ১৫ বছরে। ছাত্র-জনতার আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদ হয়েছেন। ত্রিশ হাজারেরও বেশি চোখ নাই পা নাই হাত নাই। তাদের জন্যই আজকে আমরা কথা বলতে পারছি।

আওয়ামী লীগের আমলে নিখোঁজ হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে স্মরণ করে তিনি বলেন, ইলিয়াস আলী কোথায় আছেন আমরা বলতেও পারি না। তার স্ত্রী ও ছেলে-মেয়েরা জানেন না, তিনি কি জীবিত না মৃত। আয়না ঘরে নাকি তার জন্য দোয়া করবে। কাজেই এ জিনিসগুলো যদি ভুলে যান, তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। কাজেই মনে রাখতে হবে তাদের সবার অবদান। ইলিয়াস আলী না শুধু, তার ড্রাইভারের অবদান। তার ড্রাইভার কোথায়? দিনার কোথায়? জুনেদ কোথায়? চৌধুরী আলম কোথায়? সাবেক এমপি হিরু কোথায়? জানি না। সেই আয়না ঘর থেকে আমরা কিছু লোককে ফিরত পেয়েছি, কিন্তু বেশিরভাগকে তো আমরা ফেরত পাইনি।

বিএনপির ৩১ দফা প্রসঙ্গে স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই ৩১ দফা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সুসংহত ও সময়োপযোগী নীতিমালা হিসেবে পরিগণিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রস্তাবনায় গণতন্ত্রের বর্তমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন।  

ডা. জাহিদ বলেন, মরহুম এম সাইফুর রহমান স্যারের মতো অনেক মুরুব্বির ত্যাগ-তিতীক্ষা, শ্রম, কষ্টের পরিপ্রেক্ষিতে আজকের বিএনপি এ পর্যায়ে এসেছে। ওনাদের কথা ভুলে গেলে চলবে না। গুণীদের সম্মান না করলে আপনাকেও কেউ সম্মান করবে না।  

সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ