ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

সাতক্ষীরা: অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আহ্বায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে সাতক্ষীরা জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কামরুল ইসলাম ফারুক, আব্দুর রউফ, তারিকুল হাসান, হাবিবুর রহমান হবি, মোদাচ্ছেরুল হক হুদা ও মৃনাল কান্তি রায়।

নির্বাহী সদস্য যথাক্রমে রহমত উল্লাহ পলাশ, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন, মহিউদ্দিন সিদ্দিকী, অধ্যাপক বজলুর রহমান, অ্যাডভোকেট বরুন কুমার বিশ্বাস, শের আলী, তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, অধ্যাপক মোশারফ হোসেন, আশরাফ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, মাস্টার আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, রুহুল কুদ্দুস, গোলাম ফারুক বাবু, আখতারুল আলম, আশিক এলাহী মুন্না, আইনাল হোসেন নান্টা, অধ্যাপক শফিকুল ইসলাম, মজিবর রহমান, কামরুল ইসলাম, শরিফুজ্জামান তুহিন, আব্দুর রকিব, মাসুদুল আলম ও আব্দুল মজিদ।

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি এ কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত বিএনপি নেতা মোদাচ্ছেরুল হক হুদা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ