ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনার গোলকমনি শিশুপার্ক থেকে মিছিল শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডিএ ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও সাবেক মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলু।

স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হিল্টনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শফিকুল ইসলাম শাহীন, ময়েজ উদ্দিন চুন্নু, কে এম মাহবুবুল আলম, শরিফুল ইসলাম ,সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, অ্যাডভোকেট ওমর ফারুক বনি, খায়রুল বাশার, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, বিএনপি নেতা সোহাগ মোল্লা, সোহরাব হোসেন, বেলাল শাহ, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, এম এম শফি, মিজান সরদার, শহিদুল ইসলাম, ইয়াসির সেখ, হেলাল ফরাজী, কাজী মাহবুবুর রহমান, সাইফুর রহমান জাহিদ, জাহিদুল ইসলাম, তৈয়বুর রহমান তপু, শামসুজ্জামান হীরা, আনিসুর রহমান, আফজাল হোসেন, মফিজুল ইসলাম দেশী, পলাশ মোল্লা, কামরুল ইসলাম, মজনু চৌধুরী, ইদ্রিস হোসেন সোহান, সাইফুল ইসলাম, রুহুল হাওলাদার, রিপন সেখ, সাকিব হোসাইন, জাকির হোসেন, রনি হোসেন, মিরাজ হোসেন, নাদিম আশফাক, গাউস হোসেন, মেরাজ হোসেন, কালু সেখ প্রমুখ।

সভায় নেতারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, আগামী ১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার কোনো প্রকার টালবাহানা করলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনাসহ সারাদেশে রাজপথে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আর যদি সেই আন্দোলনে সরকার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করে, তবে উদ্ভুত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।