ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাছে ঝুলিয়ে নির্যাতন: ২ অভিযুক্ত গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
গাছে ঝুলিয়ে নির্যাতন: ২ অভিযুক্ত গ্রেফতার  গ্রেফতারকৃতরা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় টেলিভিশন চুরির অপবাদে রানা নামে এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শাহীনুর রহমান তুহিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টেলিভিশন চুরির অপবাদ দিয়ে রানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা ওমর আলী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
** ঝিনাইদহে চুরির অপবাদে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

গত ২৮ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে একটি টেলিভিশন চুরি হয়। এ ঘটনায় রানাকে সন্দেহ করে ধরে নিয়ে এসে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হয়।  এ ঘটনার একটি ভিডিও শুক্রবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ