ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মসিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
মসিউর রহমান রাঙ্গা বিরোধী দলীয় চিফ হুইপ 

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের স্পিকার বরাবর চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ওই চিঠি দিয়ে এরশাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি।  

জাপা চেয়ারম্যান চিঠিতে বলেন, ‘পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলীয় নেতা, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলানিউজকে জানান, মসিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করতে স্পিকারকে চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ