ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন খালেদা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
‘৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করবেন খালেদা’ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। 

রোববার (০৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া ৯টায় বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ১০টা পর্যন্ত।

বৈঠকের কী কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের কিছুই জানানো হয়নি।

তবে বৈঠক সূত্র জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খালেদার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে। রায়ের দিন বড় ধরনের জমায়েতের বিষয়ে আলোচনা হয়েছে। তবে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হবে নেতাকর্মীদের।  

এ ছাড়া রায়ের আগের দিন ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও আসতে পারেন খালেদা জিয়া। ওই দিন তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলতে পারেন। এ নিয়েও সভায় আলোচনা হয়েছে বলেও বৈঠক সূত্র জানিয়েছে।

এদিকে রায়ের আগে সোমবার সকালে সিলেটে হযরত শাহজালাল  (রহ.) মাজার জিয়ারত করতে যাচ্ছেন খালেদা জিয়া। এরপর বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাতে আরও একবার স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন দলের চেয়ারপারসন।  

খালেদা জিয়ার সভাপতিত্বে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, ড. মঈন খান, লেফটেন্যান্ট জেনারেল (অব. ) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮   
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।