ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আ’লীগ বেশি হতাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ায় আ’লীগ বেশি হতাশ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা উত্তর সিটি করপোরেশরেন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগই বেশি হতাশ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা–নোয়াখালী সড়কের লাকসাম সড়ক পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এসময় সড়ক ও জনপদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ওবায়দুল কাদের বলেন, সরকারবিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতারা এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতেছেন। আমাদের প্রার্থীর ক্লিন ইমেজ। আর বিএনপি প্রার্থী প্যারাডাইস পেপার কেলেংকারিতে অভিযুক্ত। নির্বাচনে শতভাগ বিজয়ের সম্ভাবনা আমাদের ছিল।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।