ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়ন যুবলীগের সভাপতি বিবেক বিশ্বাসকে (৩৩) কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মুনুড়িয়া বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিবেক বিশ্বাস মুনুড়িয়া গ্রামের বাটুল বিশ্বাসের ছেলে।

ঘোড়শাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বাংলানিজউকে জানান, বিকেলে বিবেক বিশ্বাস প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসেছিলেন। এসময় জাহিদ ও বিল্লালসহ ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিজউকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ