ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র নিয়ে মায়া কান্না করছেন খালেদা জিয়া’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
‘গণতন্ত্র নিয়ে মায়া কান্না করছেন খালেদা জিয়া’

সাম্প্রতিককালে গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছেন খালেদা জিয়া। এটা তার শোভা পায় না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

কুষ্টিয়া: সাম্প্রতিককালে গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছেন খালেদা জিয়া। এটা তার শোভা পায় না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার এ মায়া কান্নাকে মাছের মায়ের পুত্র শোক আখ্যায়িত করে ইনু বলেন, তিনি আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে, তারা গণতন্ত্রে বসবাস করবে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গণতন্ত্রে থাকার কোনো অধিকার নেই।  

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।