ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

রাজনীতি

ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে: লুনা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে: লুনা 

সিলেট: জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশত্যাগে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।  

তিনি বলেন, এ সরকার ছিল লুটপাটকারী সরকার, যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপন করেছে।

শুক্রবার (২১ মার্চ) রামপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রামপাশা বৈরাগীবাজার একলিম মিয়া হাই স্কুল মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, বিদেশে বসে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করছে, যাতে দেশে অরাজকতা তৈরি হয় এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কিন্তু দেশের জনগণ এখন অনেক সচেতন। তারা আর কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।  

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, যা সর্বদা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে আসছে।  

তিনি আরও বলেন, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।  

তাহসিনা রুশদীর লুনা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী নির্বাচনে জয়লাভ না করা পর্যন্ত আমাদের প্রত্যেক নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। জনগণের কাছে যেতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ভোটাধিকারের পক্ষে কাজ করতে হবে।  

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদের যৌথ পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওসার আহমদ তুলাই, রামপাশা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক এম এ ছত্তার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজন খান।  

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, পৌর যুব দলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান বাবুল, নাজিম উদ্দিন, শিহাব উদ্দিন, যুবদল নেতা রুমেল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. কাওছার খান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, নুরুজ্জামান, আব্দুল মুমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ পবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, বিএনপি নেতা ফয়জুল হক, আশিক মিয়া, আফিজ আলী মেম্বার, নুর মেম্বার, দিলওয়ার হোসেন, শাহ এনাম, মারুফ আলী, আইন উদ্দিন মেম্বার, বাবুল মিয়া, সেফু সরকার, শাহীন মিয়া, যুবদল নেতা সৈয়দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বার, হাবিবুর রহমান হাবিব, মাজলু মিয়া, কাওসার আহমদ, শামীম আহমদ, কলেজ ছাত্রদল নেতা মন্নান খান, আব্দুল বাছিত, আবু হেনা ফাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ