ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

রাজনীতি

সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন: আব্দুস সালাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন: আব্দুস সালাম

সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে  বলেছেন, সাত মাস হয়ে গেছে, কোনো সংস্কারই করতে পারলেন না। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি মামলাও আদালতে তুলতে পারলেন না।

সংস্কার করা আপনাদের কাজ না, রাজনীতিবিদদের কাজ, সংস্কারের নামে কোনো টালবাহানা না করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নিন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম হচ্ছেন একজন মহান মানুষ,আদর্শিক মানুষ। তারা মতো হলে সৎ হতে হবে, অনেক ত্যাগস্বীকার করতে হবে।

এমপি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমপি হন, মন্ত্রী হন, আপত্তি নেই। কিন্ত দলের কাউন্সিল কমিটি গঠনে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। ত্যাগীদের মূল্যায়ন করুন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান।

আবু সাইদ সুইটের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমু বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ