ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

বিএনপি সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না: ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিএনপি সরকার গঠন করলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না: ফারুক বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

ঢাকা: বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্টের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়াপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, আসুন ঐক্য গড়ে তুলি।

দেশে যাতে আবারও ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে সে ব্যবস্থা গড়ে তুলি। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিস্টের জন্ম হবে না। কোনোদিনও সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা হবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে।    

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণঅভ্যুত্থান পরবর্তী চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আয়োজিত এক সমাবেশে ফারুক এ মন্তব্য করেন।  

জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে প্রগতিশীল জাতীয়তাবাদী দল।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফারুক বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি না করেন তাহলে শেখ হাসিনা আবারও দিল্লি থেকে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। আর এ ষড়যন্ত্র একমাত্র নির্বাচিত জনগণের সরকারই রুখে দিতে পারবে। তাই অনতিবিলম্বে রোডম্যাপ দেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন।  

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, আভাস পাওয়া যাচ্ছে নতুন দল হবে। নতুন দলকে স্বাগতম জানাই। কিন্তু নতুন দল করে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে কখন স্থানীয় নির্বাচন হবে। কি কি সংস্কার করা দরকার সেটা জাতীয় সংসদ সদস্যরাই ঠিক করবে।

তিনি আরও বলেন, রোজার আগে আবারও যাতে নিত্যপণ্যের সিন্ডিকেট না হয় সেদিকে আপনাদের (অন্তর্বর্তী সরকার) নজর দিতে হবে।

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের মহাসচিব আহমেদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।