সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পাটকেলঘাটা হাইস্কুল মাঠে তালা উপজেলা বিএনপি এই কর্মী সভার আয়োজন করে।
সভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
সভার উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরএ