ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

রাজনীতি

হত্যাচেষ্টা মামলা: রংপুরে শীর্ষ সন্ত্রাসী রোলেক্স গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
হত্যাচেষ্টা মামলা: রংপুরে শীর্ষ সন্ত্রাসী রোলেক্স গ্রেপ্তার গ্রেপ্তার রোলেক্স

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুরের শীর্ষ সন্ত্রাসী রোলেক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রংপুর নগরীর ধাপ এলাকার আরএমসি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেপ্তার রোলেক্সের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাচেষ্টা মামলা ছাড়াও অন্য মামলা রয়েছে। গত ০৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।