ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

রাজনীতি

মব জাস্টিসের কথা বোঝানোর চেষ্টা করবেন না: মামুনুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
মব জাস্টিসের কথা বোঝানোর চেষ্টা করবেন না: মামুনুল হক মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীতে গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মামুনুল হক

রাজশাহী: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না।

আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি। ’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর মাদরাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে মামুনুল হক বলেন, ‘আমাদেরকে যদি করুণার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবিলা করেন। আমাদের মোকাবিলা করা এতো সহজ হবে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এদেশে ইসলাম নিয়ে বাঁচব। ইসলামের ঝান্ডা উঁচু করেই বাঁচব। যদি ঘায়েল করার চেষ্টা করেন, মনে রাখবেন দেশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি না। রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার অধিকার নিয়েই বসবাস করি। ’

ইসলামের বিপক্ষের শক্তিই স্বাধীনতার বিপক্ষের শক্তি উল্লেখ করে এই হেফাজত নেতা বলেন, ‘২৫০ বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গাঁথা। যদি দেশে ইসলাম না থাকে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। ’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘শেখ হাসিনার রাজনীতির মূল নীতিই ছিল বিভাজন, ধ্বংসাত্মক ও গোলামি। বাংলাদেশে আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে মাফ চেয়ে তবেই রাজনীতি করতে হবে। ’

এ সময় দেশের সকল রাজনৈতিক দলগুলোকে দেশ বিরোধীদের মোকাবিলা করতে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান মামুনুল হক।

গণ-সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ খেলাফত মজলিসের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মো. জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, রাজশাহী বিভাগ, মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।