কিশোরগঞ্জ: আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সমর্থক, নিরীহ নেতাকর্মী, তারা প্রয়োজনে নতুন নামে, নতুনভাবে রাজনীতি করবে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরের ঈদগাহ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, শেখ হাসিনা ভারতে বসে, ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়েছেন।
তিনি বলেন, দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগার, নিরীহ আওয়ামী লীগার, যারা জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালাননি, গুম-খুন চালাননি, তাদের বলব, আপনারা জনগণের কাছে ক্ষমা চান। এলাকার মানুষের কাছে ক্ষমা চান। মানুষ আপনাদের ক্ষমা করবে।
তিনি আরও বলেন, যারা বিগত ১৫-১৬ বছরে ক্ষমতাকে, ধরাকে সরা জ্ঞান মনে করে জনগণের ওপর অত্যাচার, নির্যাতন চালিয়েছে, মামলা-হামলা করে এলাকাছাড়া করেছে, তাদের কোনো ক্ষমা নেই।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকারকে আমরা বলেছিলাম, আওয়ামী লীগের মতো এই ফ্যাসিন্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল, এদের যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামীর বাংলাদেশে এ রকম ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে।
তিনি বলেন, আমরা বারবার ছাত্র-জনতার রক্তে, নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই, এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।
পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদুলের সভাপতিত্বে গণমাবেশে আরও বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে।
গণসমাবেশ থেকে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী উপজেলা) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সহ০সভাপতি শফিকুল ইসলাম শফিককে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫
আরএইচ