ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

রাজনীতি

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর ভাঙা হচ্ছে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়

মাদারীপুর: ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

যুবদল, ছাত্রদলের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ভাঙচুর চালানো হয়।

 

এর আগে গত বছর জুলাই আন্দোলনের সময় প্রথমবারের মতো আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল।  

জানা গেছে, দুপুর ১টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় যুবদল, ছাত্রদলের নেতৃত্বে মিছিল বের করে ছাত্র-জনতা। পরে একত্রিত হয়ে ভাঙচুর চালায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের সঙ্গে যোগ দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এ সময় দেয়াল ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন তারা। সামনের দেয়াল ভেঙে ফেলা হয়। পরে কার্যালয়ে বাইরে অবস্থান করে বক্তব্য দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।  

এ সময় মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব ফারুক বেপারী বলেন, ‘দীর্ঘদিন খালেদা জিয়া কিংবা তারেক রহমানের নামে কোনো হত্যা মামলা হয়নি। অথচ, শেখ হাসিনার নামে আজ হাজারো হত্যা মামলা। মাদারীপুরে শেখ হাসিনার কোনো আস্তানা রাখা যাবে না। সবাই মিলে এই হাসিনার আস্তানা মুছে ফেলব। ’

মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান ফকু বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে সেই রাগের বহিঃপ্রকাশ সাধারণ জনগণ শেখ হাসিনা ও তার পরিবারের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখবে না। এ জন্যই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দলের নেতা-কর্মীরা। মাদারীপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ জনগণ রাজপথে থেকে এর প্রতিবাদ চালিয়ে যাবেই।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।