ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের জন্য বিএনপি অতীতে সংগ্রাম করেছে, সামনেও করবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জনগণের ওপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিবাদ সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, অনেকেই বলে বিএনপির লোক চলে যাবে। আওয়ামী লীগ এত বছর জুলুম নির্যাতন করার পরও বিএনপির একটি কর্মী আওয়ামী লীগে যোগ দেয়নি। বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও মানুষের অধিকারের জন্য লড়াই করে যাবো। বাংলাদেশের মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি, সামনেও করবো।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয় শংকরের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি আপনাকে দিতে হবে। আর তালবাহানা চলবে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চান না জানিয়ে তিনি আরও বলেন, দেশে সবার ওপরে জনগণ থাকবে।
জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না- জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য না করার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যে জিয়া বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবে পরিচিতি দিয়েছেন, যেই জিয়া সার্ক গঠন করেছেন, যেই জিয়া খাল খনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করে দিয়েছেন, যে জিয়ার রাজনৈতিক নেতাদের সঙ্গে বসে সমস্যা সমাধান করেছে, সেই জিয়াবাদ নিয়ে দয়া করে কোনো মন্তব্য করবেন না।
ফারুক বলেন, বাংলাদেশে আর ডিম, চাল, পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন বাংলাদেশ গড়বো, যে বাংলাদেশের বিচারের নামে আর প্রহসন হবে না। এমন বাংলাদেশ গড়বো, যেই বাংলাদেশে আর দুর্নীতি হবে না এবং আয়না ঘর হবে না।
আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসসি/এসআইএস