ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে: অমিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে: অমিত রোববার (১৯ জানুয়ারি) যশোরে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকা ছিল অতুলনীয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের যে পথ সুগম হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিষ্ঠিত হবে।

 

আজ রোববার (১৯ জানুয়ারি) যশোরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ৫ আগস্টের অভ্যুত্থান আমাদের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তা হলো আমাদের আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক। যেখানে রাষ্ট্র ও সমাজ নতুনভাবে সংগঠিত হবে।  

রোববার দুপুরে জিয়া স্মৃতি পাঠাগারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।  

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।  

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।