ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

চাকরিতে বৈষম্য হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: মান্না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
চাকরিতে বৈষম্য হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: মান্না কথা বলছেন মাহমুদুর রহমান মান্না।

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ রকম দেশ আমরা চাই নাই। যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে।

রাস্তায় বসে থাকতে হয়। আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করবো। আমরা যে ৪২টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি সেই ৪২টা দলও আমাদের সাথে আছে।  

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয়, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সাথে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সাথে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছে এই দাবির বিষয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষক জাতির বিবেক এদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে। এরা চায় মন্ত্রণালয়ের থেকে কেউ এসে এদের সাথে কথা বলুক। এদের যা দাবি তা শুনুন আপনাদের কোন কথা থাকলে তাও বলুন। এদের ন্যায্য দাবি বিষয়ে পদক্ষেপ নেন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোন মান থাকে না। দেশের কোন মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামেরক রাশিদা আক্তার, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আতিকুল ইসলাম, আবু নাছের সুমন, শিশির কুমার নন্দী, তোফায়েল আহমেদ, আসিফ আলী, মশিউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল হাই সিদ্দিকী, বশির আহমেদ এবং অন্যান্য শিক্ষক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।