ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘স্বাধীনতা নয় অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন শেখ মুজিব’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
‘স্বাধীনতা নয় অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন শেখ মুজিব’ ফেনীর দাগনভূঞায় বক্তব্য রাখছেন জামায়াত নেতা অধ্যাপক লিয়াকত ভূইয়া

ফেনী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত ভূইয়া বলেছেন, শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চাননি, তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেন।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় দলটির জায়লস্কর ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী এদেশে সৎ নেতৃত্ব ও আল্লাহর আইন কায়েম করতে চায় বলে মন্তব্য করে অধ্যাপক লিয়াকত ভূইয়া বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জাতি চরম ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ তায়ালা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। এর প্রমাণ আল্লাহ ফেরাউন নমরুদসহ সকল স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।  

তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল। কিন্তু তারা (আ.লীগ সরকার) আমি-ডামি নির্বাচন এবং সীমাহীন দুর্নীতি-লুটপাট ও গুম খুনসহ নানা অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।  

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ জামায়াত নেতা বলেন, সব দফার দিন শেষ, একদফার বাংলাদেশ, জামায়াতে ইসলামী বাংলাদেশ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনার ইউনিয়নের একটি ঘরও যাতে জামায়াতে ইসলামীর দাওয়াতের বাইরে না থাকে। কারণ একটি লোকও যদি দাওয়াত না পেয়ে থাকে তাহলে রোজ হাশরের দিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবেন তিনি দাওয়াত পাননি। এর জন্য আমি, আপনি, আপনারা সবাইকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।  

অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া বলেন, ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত রয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র মোকাবিলা করে সুন্দর সমৃদ্ধশালী ও কল্যাণময় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া আমরা ভারতকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা খাঁনজাহান আলীর বংশধর। আমাদেরকে ভয় দেখাবেন না।  

স্থানীয় সিলোনীয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ফেনী জেলা সভাপতি মো.ইমাম হোসাইন। স্থানীয় জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাইফুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মাওলানা হাবীবুর রহমান, দাগনভূঞা উপজেলা আইবিভিব্লিওএফ -এর সভাপতি মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসএইচডপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।