পাথরঘাটা (বরগুনা): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের সব সম্পদ চুরি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ রক্তশূন্যতায় ভুগছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ সহায়তা প্রধান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১ হাজার ৪২০ পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ডা. সোহাগ বাদশা, উপজেলা জামায়াত ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মাসুদুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, তিনটি কাজ করেছেন শেখ হাসিনা আর তা হলো- জনগণের ভোটাধিকার হরণ; পুলিশ বাহিনী নষ্ট করা ও বিচার বিভাগ ধ্বংস করা। এছাড়াও হাসিনা নষ্ট করেছেন গণতন্ত্র ও স্বাধীনতা। হাসিনা একটা চোর। এখন চুরি, ডাকাতির মামলা হয় তার বিরুদ্ধে।
তিনি বলেন, পাথরঘাটা আমার জন্মস্থান। পাথরঘাটাকে আমি মনেপ্রাণে ভালোবাসি। দীর্ঘ ১৬ বছর বাড়িতে আসতে পারিনি। আমার কোনো জমি-জমা নেই, যা ছিল তা বিক্রি করে দিয়েছি জনগণের জন্য। আমি একাধিকবার এমপি হয়েও কোনো সম্পদ করতে পারিনি অথচ আওয়ামী লীগের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমন অনেক জমি-জমা কিনেছেন, করেছেন অনেক সম্পদ।
উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা রিমন সাহেব কে চিনেন? চিনেন না। তিনি বাংলাদেশের পাঁচজনের একজন। তারা দেশের পাচারকারী। সাগরের ট্রলারে যত ডাকাতি হতো তার দায়িত্ব ছিল রিমনের। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এসআরএস