ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ জন জেলহাজতে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ৩ জন জেলহাজতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় তিন কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

খুলনা: খুলনার দাকোপে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় তিন কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

এরা হলেন উপজেলার চুনকুড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে মানিক শেখ (২০), বাজুয়া এলাকার সুজিত দাসের ছেলে দিপু দাস (২৩) ও বানিয়াশান্তা আমতলা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২৩)।

সোমবার (৬ জানুয়ারি) তাদের জেলহাজতে পাঠানো হয়।  

এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার বাজুয়া এস এন কলেজের একটি পরিত্যক্ত ভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় তাদের আটক করে পুলিশ।  

পরে বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকার রাজু খান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আট নেতা-কর্মীর নামে মামলা করেন।  

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ছাত্রলীগকর্মীদের সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমআরএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।