ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ভারতে পালানোর সময় সৈয়দপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ভারতে পালানোর সময় সৈয়দপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শাহাজাদা

নীলফামারী: দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় শাহাজাদা আলম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।  

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শাহাজাদা আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরসভা সদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার নামে দলীয় অফিস ভাঙচুর ও আহত করার অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, দুপুরে শাহজাদা ভারতে যাওয়ার উদ্দেশ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এসময় ইমিগ্রেশনের কার্যক্রমের জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার নামে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, এরপর তাকে গ্রেপ্তার করে একই দিন সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।