ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
হত্যা মামলা: লক্ষ্মীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার আমজাদ হোসেন আজিম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আমজাদ হোসেন আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (৪ জানুয়ারি) ভোরে জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চার শিক্ষার্থী হত্যা মামলায় আজিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।  

আজিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিলেন আজিম। তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।