ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা ও সার্বভৌমত্ব হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন: গোলাম পরওয়ার 

ডিক্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
স্বাধীনতা ও সার্বভৌমত্ব হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন: গোলাম পরওয়ার 

জামালপুর: বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের বিজয়কে বলে ইন্ডিয়াস ভিক্টরি।

আমাদের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয় বলে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।  

জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মোদি আমাদের স্বাধীনতা দিবসে তার বিবৃতিতে বাংলাদেশের নামটি একবারও বলেননি। ৫৩ বছর ভারত প্রমাণ দিয়েছে তারা আমাদের পাশে কীভাবে ছিল। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে সাহায্য করেছে আমাদের। স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে।  

বড় বড় মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, আর  শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে দেশের হাজার কোটি টাকা পাচার করেছেন বলেও জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছেন।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি ড. মো. ছামিউল হক ফারুকী, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় বক্তারা সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।