ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও জামায়াতের মন্ত্রীদের দুর্নীতি বের করতে পারেনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
‘মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও জামায়াতের মন্ত্রীদের দুর্নীতি বের করতে পারেনি’ সলঙ্গা থানা মাঠে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। ওয়ান ইলেভেনে মঈনুদ্দিন-ফকরুদ্দিন সরকার এবং গত সাড়ে ১৫ বছরে ভারতের তাঁবেদার শেখ হাসিনার সরকার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও এই দুই মন্ত্রীর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বের করতে পারে নাই।

এতে কি প্রমাণ হয় না জামায়াত দুর্নীতিমুক্ত?’

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই পটপরিবর্তনের পর গোটা বাংলাদেশ একটি প্রমাণও দিতে পারবে না জামায়াতের লোকেরা চাঁদাবাজি করেছে। জামায়াতের কোনো লোক যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, সে জামায়াতে থাকতে পারবে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, চোরের জায়গা নাই জামায়াতে ইসলামে। আমরা সুখী সমৃদ্ধশালী মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই।

তিনি বলেন, এই নতুন বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ, এই বাংলাদেশ হবে শ্রমিকের, কৃষকের। এই নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা এই দেশকে সন্ত্রাসমুক্ত,চাঁদাবাজমুক্ত বানাতে চাই। ইনসাফপূর্ণ সমাজ কায়েম ছাড়া শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, ইসলামী শাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হতে পারে না। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে না। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই চাঁদাবাজ বন্ধ হবে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাওয়া যাবে না। যারা নিজেরা চাঁদাবাজি করে তাদের দিয়ে কি চাঁদাবাজমুক্ত দেশ গড়া যাবে? যারা দখলবাজির রাজনীতি করে তাদের দিয়ে কি দখলবাজমুক্ত দেশ গড়া যাবে? যারা নিজেরা দুর্নীতি করে, তাদের দিয়ে কি দুর্নীতিমুক্ত দেশ গড়া যাবে?

প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বলব, আপনার সরকারের ভেতরে বাইরে অফিসে আদালতে ফ্যাসিবাদের যত দোসর আছে এদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। তাহলে আপনি দেশ ভালো চালাতে পারবেন। এই যে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে মূখ্য সচিবের অফিসে আগুন দেওয়ার কারণ হলো হাজার হাজার কোটি টাকা চুরি করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াত শাখার সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।