ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল: জামায়াতের নায়েবে আমির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল: জামায়াতের নায়েবে আমির ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান

চাঁদপুর: আওয়ামী লীগ গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অধ্যাপক মজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বলেছিল বৈষম্য দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়-ই নাই, বরং গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল।  

তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশ থেকে সুদকে উৎখাত করবে। সুদকে উৎখাত করতে পারলে এদেশ উন্নত হবে। সুদি, জুলুমকারী সরকার বাংলাদেশে আসতে দিতে চাই না। বিগত অনেক সরকারই এসেছে কোনো সরকারই আল্লাহর আইন মেনে চলে নাই। বরং আল্লাহর আইন ভেঙেছে। কোরআনের আইন মেনে চললে দেশের বিভিন্ন স্থানে অন্যায় অত্যাচার হতো না।  

নায়েবে আমির বলেন, এখন জনগণ বলতে শুরু করেছে এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি এবার ইসলামী আইনের শাসন দেখতে চাই। এজন্যে এখন আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে।  

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

সম্মেলনে জেলা, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন জামায়াতের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ