ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ঢাকা মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ঢাকা: ঢাকা মহানগরের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ইউনিট চারটি হলো- ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পৃথক চারটি কমিটি ঘোষণা করেন।  

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের ১০ (দশ) সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া।

ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদার।

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।  

কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।