ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে জেলা আ. লীগের সহ-সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বাগেরহাটে জেলা আ. লীগের সহ-সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ  উদ্দিন আহাম্মেদসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (১০ নভেম্বর) বিকেলে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তাদের নামে ৪ আগস্ট  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতার ওপর হামলাসহ একাধিক  মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ  উদ্দিন আহমেদ, বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের এপিএস রেদওয়ান আহমেদ চয়ন ও কুট্টি খান।  

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্ট বাগেরহাটে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার ঘটনায় মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।